কক্সবাজারের মহেশখালীতে সৎছেলের কুড়ালের কোপে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক নারীর মৃত্যু হয়েছে।
রোববার বিকেল ৫টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মুরশিদা বেগম নামে ওই নারীর মৃত্যু হয়। তিনি মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের আঁধার ঘোনা গ্রামের মোহাম্মদ আকতার হোসাইনের স্ত্রী।
গত ২৪ এপ্রিল ছেলে হান্নানের কুড়ালের কোপে গুরুতর আহত হলে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রোববার সেখানেই তার মৃত্যু হয়।
স্থানীয় লোকজন জানান, প্রথম স্ত্রীর মৃত্যুর পর মুরশিদাকে বিয়ে করেন আকতার। বিয়ের পর থেকেই আকতারের প্রথম স্ত্রীর ঘরের ছেলে হান্নানের সঙ্গে মুরশিদার বিভিন্ন বিষয় নিয়ে কথা কাটাকাটি হতো। ২৪ এপ্রিল ভোররাতে মুরশিদার মাথায় কুড়াল দিয়ে কোপ দেয় হান্নান।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই জানান, সৎছেলের কুড়ালের আঘাতে ওই নারী আহত হওয়ার ঘটনায় মামলা হয়েছিল। মৃত্যুর পর এটি হত্যা মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে।
তিনি আরও জানান, ওই ঘটনার পর থেকেই আসামি হান্নান পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।